বিশেষ প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সকল স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের অংশ গ্রহন থাকে। প্রবাসীদেরকে ভালোবেসে জনগনও জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জনগনের ভালোবাসায় এসব প্রবাসীদের কেউ কেউ প্রবাসের জীবন যাপন ফেলে দেশে এসে জনসেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও স্বল্প সময়ে হঠাৎ করে নির্বাচনী তফসিল ঘোষনায় অনেকেই প্রস্তুুতি না থাকায়ে বেকায়দায় পড়ে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন ।তারপরও নির্বাচনে সরাসরি অংশ নেয়া কিংবা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে দেশে আসছেন বেশ কয়েকজন প্রবাসী। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদের নাম রয়েছে আলোচনায়। নির্বাচনী তফসিল ঘোষনার পরপরই জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে তারা জানিয়েছেন শ্রীঘ্রই দেশে এসে নির্বাচনী প্রচারনায় যোগ দিবেন। এসব প্রবাসীরা হলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। যিনি ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে লড়াই করেন। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় তিনি নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে। খুব শ্রীঘ্রই দেশে আসবেন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন। সৈয়দ আবুল কাশেম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে তফসিল ঘোষনা করার স্বল্প সময়ে দেশে গিয়ে নির্বাচনে অংশ নেয়া কঠিন বিষয় হয়ে পড়েছে। দেশে থাকা স্বজন,শুভাকাঙ্খি ও দলীয় নেতাকর্মীদের সাথে প্রতিদিন যোগোযোগ হচ্ছে। শ্রীঘ্রই সিদ্ধান্ত নিব। এছাড়াও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে আসবেন বলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, দেশে এসে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্কিদের সাথে আলোচনা করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূঁইয়া দলীয় প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে শ্রীঘ্রই দেশে আসার ঘোষনা দিয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। মিজানুর রশীদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র। গত পৌর নির্বাচনে তৃণমুল থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তার নাম কেন্দ্রে পাঠানো হলেও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে বিরত থাকেন। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে শ্রীঘ্রই দেশে আসছেন বলে জানিয়েছেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে। তিনি বলেন,দল নির্বাচনে অংশ নিলে দলীয় প্রতীকে নির্বাচন করতে চাই। সেলক্ষ্যে দলের নেতাকর্মীসহ সকলের সাথে তিনি যোগাযোগ করছেন বলে জানিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ রয়েছে যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জুবায়ের আহমদ,ও যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আম্বিয়া টিঠু। নির্বাচনী তফসিল ঘোষনার পর পর প্রবাসী এসব প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। এছাড়াও দেশে থাকা প্রার্থীদের সমর্থনে প্রবাসীরা প্রচারনায় নামতে দেশে আসার পরিকল্পনা করছেন। নির্বাচনকে সামনে কমপক্ষে অর্ধশতাধিক প্রবাসী দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। গন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী,মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি আকমল খাঁন মাঠে রয়েছেন।
Leave a Reply