জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ::হবিগঞ্জের বাহুবলে একই স্থানে যুবলীগের দুটি গ্রুপের সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে বলে নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি বুধবার দুপুর ৩টায় উপজেলা সদরে সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে একটি সভা আহবান করে। একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ আহবান করে যুবলীগের অপর একটি গ্রুপ।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন বাহুবল উপজেলা সদরে সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, উপজেলার সর্বত্র পর্যাপ্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
Leave a Reply