জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের পুরুলিয়ায় ধর্ষণের অপরাধে মনোজ বাউরি (৩০) নামে এক যুবকের সাজা হয়েছিল। ধর্ষিতা ৮ বছর আগে দাবি করেছিলেন তাকে বিয়ে করতে। আট বছর পর পুরুলিয়ায় জেলে বসে সে মেয়েটিকেই শেষপর্যন্ত বিয়ে করল সে।
জানা যায়, ধর্ষণ মামলায় ২০১০ সালে প্রথমবার গ্রেফতার করা হয় মনোজ বাউরিকে। তার দু’মাস পরে পুত্র সন্তানের জন্ম দেন নিগৃহীতা। সেই সময়ে মনোজের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ করার পাশাপাশি তাকে বিয়ের করারও অনুরোধ জানান নিগৃহীতা। এই ঘটনার পরে আদালতে শুনানি শেষে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত হয় মনোজ বাউরি। গত ২৯ ডিসেম্বর তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আর এরপরই গতকাল বুধবার মনোজ যুবতীকে বিয়ে করে। নিগৃহীতা যুবতী জানিয়েছেন, বিয়ে না হলে ছেলেকে কোন স্কুলে ভর্তি করাতে পারছিলেন না তিনি। কারণ ছেলের বাবা ‘কে’ এমন কোন পরিচয়পত্র তার কাছে এতদিন ছিল না।
Leave a Reply