গোবিন্দ দেব :: জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন্ত টানা ভোট গ্রহণের মধ্য দিয়ে অভিভাবকরা সাধারণ অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করেন চার জনকে। তারা হলেন, সেবক রঞ্জন দেব (দেয়াল ঘড়ি) তার প্রাপ্ত ভোট ছিল ১৬০,মোঃ আব্দুস সালাম (টিয়া পাখি) নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভোট পান ১৫৬ , পেয়ার আলী ( বৈদ্যুতিক পাখায়) ১৫৬ ভোট পান। ইয়াওর মিয়া(দোয়াত কলম) প্রতীকে ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ছানারা বেগম, নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ২৩৭ ভোট পান। নির্বাচনে ৪৪১জন ভোটারের মধ্যে ৩৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অভিভাবকরা নির্বাচনের মাধ্যমে তাদের অভিভাবক সদস্য নির্বাচিত করেন। সুষ্ঠ সুন্দর পরিবেশে এ ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে অন্যানের মধ্যে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।
Leave a Reply