জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন মুসলিম ক্রিকেটার নিয়মিত নামাজ আদায় করেন। নিউজিল্যান্ড সফরে গিয়ে তাদের নামাজ আদায়ের দৃশ্য দেখা গেলো। কয়েকদিন আগে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন মাঠেই নামাজে দাঁড়িয়ে যান। নামাজের ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেটা ছিল, সতীর্থদের ইমামতি করা। কিন্তু এবার নিউজিল্যান্ডের একটি মসজিদের ইমামতি করতে হলো তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মধ্যে ফাঁকা মাত্র একদিন। আজ সেই ফাঁকা দিন শুক্রবার। জুমআ’র দিন। নেলসনে হোটেলের পাশে স্থানীয় একটি মসজিদে জাতীয় দলের কয়েকজন ছাড়া সব খেলোয়াড় গেলেন জুমআ’র নামাজ আদায় করতে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন, মসজিদের ইমাম সাহেব কোনো কারণে উপস্থিত হননি। ইমাম সাহেবের অপেক্ষায় থাকলেন সবাই। কিন্তু তার কোনো নাম-গন্ধ নেই। মসজিদ কমিটির ভারতীয় কিংবা পাকিস্তানী একজন সদস্য জানতে চাইলেন- বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কেউ নামাজ পড়াতে পারেন কি-না। ক্রিকেট ক্রিজে ভরসার মতো এ ক্ষেত্রেও ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি এগিয়ে গেলেন সামনে। কিন্তু ফের বিপত্তি বাধলো। খুতবার বইটা মসজিদে পাওয়া গেলো না। সেটা নাকি ইমাম সাহেবের কাছে থাকে। তাহলে খুতবা কোথায় পাওয়া যায়? এবার খুতবার খোঁজে লেগে গেলেন মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল। ইন্টারনেট থেকে মোবাইলে আরবী খুতবা ডাউনলোড করলেন। আর মাহমুদুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে মোবাইলে দেখে দেখে আরবী খুতবা পাঠ করলেন। তারপর জুমআ’র নামাজের ইমামতি করলেন তিনি। ওই মসজিদে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ছাড়া স্থানীয় ১৫-২০ মুসলিম ছিলেন। কয়েকজন মুসলিম নারীও মাহমুদুল্লাহ’র ইমামতিতে তাদের নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করেন।
Leave a Reply