জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার, সিলেট জেলা প্রশাসক, সিলেট রেঞ্জ ডিআইজি ও সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন দিয়েছেন জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী এক সদস্য প্রার্থী।
নাজিম উদ্দিন নামের ওই প্রার্থী সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। শনিবার তিনি ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে আবেদন দিয়েছেন।
বিষয়টি নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম অন্য প্রার্থীর পক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।’
তার অভিযোগ, ওসি বায়েছ আলম নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন করে সরকারি মোবাইল ফোনও ব্যবহার করছেন।
Leave a Reply