জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অবশেষে বাল্যকালের বান্ধবী ভানেসা মানসিলাকে ‘দ্বিতীয়বার’ বিয়ে করলের কার্লোস তেভেজ। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা খেলোয়াড় সর্বশেষ খেলেছেন বাল্যকালের ক্লাব বোকা জুনিয়র্সে। সেখানে গত রোববার নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আগামী মৌসুমে ৩২ বছর বয়সী এ তারকা যোগ দিচ্ছেন চায়নিজ সুপার লীগে। শাংহাই শেনহুয়া তাকে সপ্তাহে ৬১৫,০০০ পাউন্ড বেতন দিবে বলে জানাচ্ছে বৃটিশ সংবাদমাধ্যম। ফুটবল বিশ্বে এত বেতন শোনো খেলোয়াড় পান না। এমন রেকর্ড গড়া দল বদলের আগে বিয়েটা সেরে ফেললেন আর্জেন্টিনার এ স্ট্রাইকার। ভানেসা মানসিলার সঙ্গে তেভেজের পরিচয় ১৩ বছর বয়স থেকে। ওই পরিচয় ও ভালবাসার পর ১৯ বছর আগে তারা ‘অনানুষ্ঠানিক বিয়ে’ সারেন। একই সঙ্গে থাকতেন তারা। তাদের সংসারে রয়েছে দুই কন্যা- ফ্লোরেন্সিয়া ও কেটি। কিন্তু এবার তারা জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠাতিক বিয়ে সারলের। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সের পাশের শহর সান ইসিদরোতে তাদের বিয়ের অনুষ্ঠান চলছে। জমকালো এ আয়োজন চলবে ৪ দিন। আমন্ত্রিত ২৬০ জন অতিথি ৪ দিন তেভেজের আপ্যায়ন পাবেন। ভানেসার সঙ্গে সম্পর্ক চলাকালে ২০১০ সালে বিতর্কে জড়ান তেভেজ। ম্যানচেস্টার সিটিতে খেলকালে নারী মডেল মারিয়ানা পাসানির সঙ্গে প্রকাশ্যে ডেটিং শুরু করেন তিনি। একাধিকবার তাদেরকে একসঙ্গে হোটেলে থাকতে দেখা যায়। তখন বান্ধবী ভানেসা মানসিলার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। তবে ফের তাদের সম্পর্কে জোড় লেগেছে। এমন কি অবশেষে দুই সন্তান নিয়ে তারা আনুষ্ঠানিক বিয়ের কাজ সেরে ফেললেন।
Leave a Reply