জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আচরণবিধি লঙ্ঘনের দায়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস জানান, চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুটের নির্বাচনী ব্যানার নির্বাচন কমিশনের নির্ধারিত ৬০ সেন্টিমিয়ার বাই ৪৫ সেন্টিমিটারের চেয়ে বড় থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঐ ব্যানারগুলো নামানোর নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply