গোবিন্দ দেব/ আজহারুল হক ভূইয়া :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি-হরিনাকান্দি-ইনাতগঞ্জ ভায়া গোপালগঞ্জ সড়কের হরিনাকান্দি নামক স্থানে একটি কালভাটের এ্যাপ্রোচ না থাকায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারন।
ভূক্তভোগিরা জানান, ওই সড়কে ২০১৪ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৪ লাখ টাকা ব্যয় একটি কালভার্ট নির্মান করা হয়। দীর্ঘ দিন ধরে কালভার্টের দু’পাশের এ্যাপ্রোচ না থাকায় কয়েকটি বাঁশ ফেলে তার উপর দিয়ে জনসাধারনকে যাতায়াত করতে হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করচ্ছেন।
হরিনাকান্দি গ্রামের বাচ্ছু দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের মেঘারকান্দি, হরিনাকান্দি, বালিশ্রী, রৌয়াইল, দাইপুর, টেংরাখালি, হিলালপুর গ্রামের শত শত লোকজন যাতায়াত করে থাকেন। কালভার্টের দু’পাশে কোন মাটি না থাকায় বাঁশের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহবুদ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, কালভাটের এপ্রোচের সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি। কিন্তু আজও কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, বিষয়টি আমার জানা নেই। ,
Leave a Reply