1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউ,কে’র আলোচনা সভা ও চ্যারিটি ইভেন্ট সম্পন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউ,কে’র আলোচনা সভা ও চ্যারিটি ইভেন্ট সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার:: জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর, ইউকে”র আলোচনা সভা ও চ্যারিটি ইভেন্ট সম্পন্ন হয়েছে। রবিবার হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, কমিউনিটি ব্যক্তিত্ব সাজ্জাদুর রহমান সাহেবের সভাপতিত্বে “জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর, ইউকে”র আলোচনা সভা ও চ্যারিটি ইভেন্ট অনুষ্টিত হয় ৷
ট্রাস্টের সাধারণ সম্পাদক আবু তারেক শিপন এবং সদস্য আবু সালেহ মোঃ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী নূর আহমেদ ৷ সভার শুরুতেই ট্রাস্ট কর্তৃক প্রকাশিত প্রথম স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্টানের প্রধান অতিথি বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী এবং বিশেষ অতিথি টাওয়ার হেমলেটস-এর মেয়র মিঃ জন বিগস ৷
ট্রাস্টের সভাপতি মোঃ আলী আহমেদ এবং ট্রাস্টের সদস্য মোঃ আজিজুর রহিম মিছবা ট্রাস্টের পক্ষে যথাক্রমে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ৷

img_5228
প্রধান অতিথি রুশনারা আলী এমপি তার বক্তব্যে সামাজিক উন্নয়ন তথা দারিদ্র বিমোচনে চ্যারিটি সংগঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জনকল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি সকল অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানে বিশেষ মনযোগী হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ৷ তার মতে ছেলেমেয়েরা যথার্থ শিক্ষায় শিক্ষিত হলে তারা এই দেশের উন্নয়নে যেমন ভূমিকা রাখতে সক্ষম হবে তেমনি তাদের মধ্যে শিকড়ের প্রতি টান ও তাদের গরিব প্রতিবেশীদের প্রতি দায়িত্ববোধও গড়ে উঠবে ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস-এর মেয়র মিঃ জন বিগস, ডেপুটি মেয়র মোছাম্মৎ শিরিয়া খাতুন, টাওয়ার হেমলেটস-এর সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই ৷ সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হেলাল রহমান ৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আরফিক আলী, মোঃ নির্যাস মিয়া, মোঃ জুনেদ আহমেদ, আবু সুফিয়ান চৌধুরী, কাউন্সিলর আয়াস মিয়া, মোঃ আব্দুল নূর, শফিউল আলম বাবু, মোঃ আনর আলী, মোঃ বোরহান উদ্দিন ছফি, মিসবাহুজ্জামান সুহেল, মোঃ জুবায়ের আহমেদ, মোঃ মাসুম আহমেদ, মোঃ মন্তেশ্বর আলী, মোঃ আবুল হোসেন, মোঃ রাজু আহমেদ, মোঃ লুৎফুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ মঈনুদ্দিন ৷
সভাকে সফল ও নির্বিগ্ন করতে তথা আর্থিক অনুদান সংগ্রহে যাদের অবদান কৃতজ্ঞতার সহিত স্মরণীয় তারা হলেন,- জনাব মোঃ আকিকুর রহমান আকমান, মোঃ বেলালুর রহমান, মোঃ জিল্লুর রহমান জিলু, মোঃ হোসাইন আহমেদ, মোঃ মুজিবুর রহমান মুজিব, আব্দুল হালিম, মোঃ মছনু মিয়া, মোঃ সালাহ উদ্দিন মিছবা, মোঃ সিদ্দেক আলী, মোঃ রুয়েলুল হক রুয়েল, মোঃ হাসন আলী ( শের আলী ), মোঃ জিল্লুল হক, মোঃ তছকির আলী, শাহ মোঃ মনির আহমেদ, মোঃ মাসুদ রহমান, এমরানুল হক, সোলেমান আহমেদ, তাহের আলী, মোঃ মাসুম রহমান, রুবেল আহমেদ, আলিফ মিয়া, কবির আলম এবং নুরুল হক প্রমুখ ৷

ব্যক্তিগত অসুবিধার কারণে সভায় উপস্থিত থাকতে না পাড়ার কারণ জানিয়ে ফোনে ট্রাস্টের চ্যারিটি ইভেন্টকে স্বাগত জানিয়ে ট্রাস্টের তহবিলে অনুদান প্রদান করেন জনাব আলহাজ্ব মোঃ মন্তাজ আলী সাহেব, কাউন্সিলর মোঃ সুলুক আহমেদ ৷
ট্রাস্টের সদস্য ওসমান রাকিব হবিবপুরের সমস্যাগ্রস্থ মানুষদের নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র উক্ত সভায় উপস্থাপন করেন যা উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত করে ৷ ট্রাস্টের সদস্যগণ সহ উপস্থিত সকলের সক্রিয় ও স্বতঃস্পুর্ত অংশগ্রহণে ট্রাস্টের তহবিলে প্রায় ২৬ হাজার পাউন্ড অনুদান সংগৃহীত হয় ৷ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হবিবপুর গ্রামের পশ্চিম পাড়া নিবাসী রমজান আলী img_5294 জগন্নাথপুর বাজারে “জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর, ইউকে”র নামে একটি দোকান ঘর দান করার কথা ঘোষণা করেন ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com