স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুন্ন রাখতে সনাতন ধর্মালম্বীদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দেব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির কমিটির সদস্য শশী কান্ত গোপ, রানীগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতা নিশী কান্ত রায়,মীরপুর ইউনিয়ণ পূজা কমিটির নেতা শংকর দে, পাটলী ইউনিয়ন পূজা কমিটির নেতা ছানু দাস, কলকলিয়া ইউনিয়ন কমিটির দ্বিপক দাস প্রমুখ।
Leave a Reply