স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা বিএনপির সন্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আগামী ২২ অক্টোবর উপজেলা বিএনপির সন্মেলনকে ঘীরে বিএনপির দু’পক্ষ একই স্থানে সন্মেলন আহ্বান করায় এ উত্তেজনা দেখা দেয়। গতকাল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সাথে দেখা করে তৃণমুল বিএনপির পক্ষে বিএনপির নেতারা সন্মেলন না পেছানো হলে একই দিনে একই সময়ে একই স্থানে পৃথক সন্মেলন আহ্ববানের ঘোষনা দেন। জগন্নাথপুর তৃণমুল বিএনপির নেতা্ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ মালেক খান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, তৃণমুল বিএনপির পক্ষে আমরা জেলা বিএনপির আহ্বায়কের সাথে দেখা করে আমাদের সিদ্ধান্ত জানিয়ে এসেছি। তিনি বলেন, বিএনপির আহ্ববায়ক লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ,গত দুই বছরে মাত্র দুটি সভা করেছেন। আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ট সদস্যদের বাদ দিয়ে তিনি পকেট কমিটি গঠন করেছেন। তিনি প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈরী করেছেন। ফলে বাধ্য হয়ে আমি তৃণমুল বিএনপির নেতাদের মতামতের প্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করি। এসব বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে গোপনে সন্মেলন করার পায়তারা বন্ধ করতে আমরা একই স্থানে সন্মেলনের ডাক দিয়েছি। তৃণমুল বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,মির্জা আবুল কাশেম স্বপন,গুলজার হোসেন চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশে সন্মেলনের দিনক্ষন ঠিক করা হয়েছে। জগন্নাথপুর বিএনপির দু’পক্ষের বিরোধের বিষয়টি আমি কেন্দ্রকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
Leave a Reply