1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হরমুজ আলীর সমর্থনে লন্ডনে জনসভা অনুষ্টিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হরমুজ আলীর সমর্থনে লন্ডনে জনসভা অনুষ্টিত

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৪৬৩ Time View

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে :: আধুনিক জগন্নাথপুর গড়ুন এই শ্লোগান কে সামনে নিয়ে সুশাসন, সুষমউন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় নতুনত্বের স্বপ্ন নিয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাকে সর্বাধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের মনোনীত, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি , বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি
মোহাম্মদ হরমুজ আলীর সমর্থনে পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ওয়াটার লিলি হলে রোববার বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি কমিউনিটির প্রবীন ব্যাক্তিত্ব আলহাজ্ব শামসুদ্দিন খাঁন , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কমিউনিটির প্রবীন ব্যাক্তিত্ব আলহাজ্ব নুরুল হক লালা মিয়া , সুনামগজ্ঞ সমিতি ইউকের সভাপতি আব্দুল আলী রউফ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস , টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুন্নু এম বি ই, ড. আব্দুল হান্নান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম , চ্যানেল আই ইউরোপের ম্যানাজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব।
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী , আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী , শাহ শামীম আহমদ, হাবিবুর রহমান হাবিব ,খসরুজ্জামান খসরু, আ.স.ম মিসবাহ , সৈয়দ ছুরুক মিয়া , সারব আলী, এ এস এম সুজন , কাওছার আহমদ চৌধুরী , লুৎফুর রহমান ছায়েদ ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি ও ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া ।
নির্বাচনী কর্মসূচি ও ঘোষণা পত্র পাঠ করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মল্লিক আবদুল ওয়াদুদ শাকু।
পবিত্র কোরআন তেলাওত করেন যুক্তরাজ্য আওয়ামী ওলামালীগের আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন ।
সভায় বক্তারা হরমুজ আলীকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।
received_1311535998878845জনসভায় অন্যান্যোর আরো বক্তব্য রাখেন, কমিউনিটির অন্যতম নেতা আবুল লেইস মিয়া,ব্যারিষ্টার ফজলুল হক, এ কে এম ইয়াহিয়া, সৈয়দ এনামুল ইসলাম , হারুন অর রশীদ , ফয়জুল ইসলাম লস্কর , গয়াছুর রহমান গয়াছ , আফতাব হোসেন , আমির হোসেন , আশরাফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহবুবুল হক শিরিন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আনাস পাশা, সুজাত মনসুর , মাতিয়ার চৌধুরী , লন্ডন আওয়ামীলীগ নেতা ইলিয়াস মিয়া , সফিক মিয়া , আফসর খাঁন সাদেক , সৈয়দ সাদেক , মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে খালেদা মোস্তাক ক্বোরেশী, মুসলিমা শামস বন্নি , আন্জুম আরা অন্জু , হোসনে আরা মতিন, নাজমা হোসেন ,আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মহি উদ্দিন , অনুকূল তালুকদার ডাল্টন , যুক্তরাজ্য যুবলীগ নেতা সেলিম খাঁন , নাজমুল হোসেন , জামাল খাঁন , দেলোয়ার হোসেন লিটন , আমিনুল ইসলাম রাবেল, বাবুল খাঁন , স্বেচ্ছাসেবকলীগের ছায়াদ আহমদ সাদ, আবুল কালাম আজাদ , আকিকুর রহমান খাঁন আকিক , শ্রমিকলীগের শামীম আহমদ, আনোয়ারুল ইসলাম , এম ইকবাল হোসেন , এসেক্স আওয়ামীলীগের সভাপতি কয়েছ চৌধুরী , লুটন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ মিয়া ,হিথ্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ,কভেন্টি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী , বেডফোর্ড আওয়ামীলীগ নেতা সাজিদ উল্লাহ ,নর্থাম্টন আওয়ামীলীগের সভাপতি এম এ রউফ ,সাউথশিল্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ রব্বানী, সাসেক্স আওয়ামীলীগ নেতা মোজাম্মিল আলী , প্রজন্ম একাত্তরের বাবুল হোসেন, যুব মহিলা লীগের ইয়াসমিন সুলতানা পলিন , সাজিয়া সুলতানা স্নিগ্ধা, লন্ডন যুবলীগের ফয়সল হোসেন সুমন , মিনার আলী , কৃষকলীগের সৈয়দ তারেক , এম এ আলী , তাতী লীগের এম এ সালাম , রফিক মিয়া , সিজিল মিয়া , জগন্নাথপুর উন্নয়ন সংস্থার তাহের কামালী , নোমান আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের তামীম আহমদ, সজীব ভূঁইয়া , সারোয়ার কবির প্রমূখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,শাহ ফারুক , আফজল হোসেন সিদ্দিক মিয়া , মুহিত খাঁন , রেজাউল ইসলাম ,এম এ রকিব , সৈয়দ নজরুল ইসলাম , মজনু মিয়া , খালিসুর রহমান , আব্দুল কাহার, মাহমদ মিয়া , মাহমুদ আলী , আ স ম ফিরোজ , মাহবুব আহমদ, আং কাদির ,ডাহান মিয়া , কাহার মিয়া , সৈয়দ আতাউর , আতাউর রহমান , রুহেল মিয়া , ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম , নূর বক্স, মন্তর আলী রাজু , আখতার আহমদ রিবু, শায়েক আহমদ, ইউসুফ কামালী , আমিনুল হক জিলু ,কামরুল ইসলাম , নাহিদ জায়গীরদার, আলী আকবর চৌধুরী ,আঙ্গুর আলী ,সাদেক চৌধুরী , পীর মুকুল মোসাদ্দেক, আকবর আলী , হারিক কামালী , দেলোয়ার হোসেন , সৈয়দা মাহমুদা বেগম , নাজনীন সুলতানা শিখা, সফিকুল ইসলাম , মজুমদার মিয়া , দারা মিয়া , শামীম আহমদ, শামসুল হক চৌধুরী , চন্দন মিয়া , অরোক চৌধুরী , সৈয়দ হামজা, মুজিবুল হক মনি, শহিদ মিয়া , শাহ ফয়েজ , ফখরুল ইসলাম জামাল , আবুল ফয়েজ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com