জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সাথে ধুঁকতে থাকা বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ৭৫ ও অধিনায়ক মাশরাফি মর্তুজার ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২৩৮ রান করেছে।
পিচ ভেজা ছিল। বৃষ্টির কারণে খেলার আগে ঢাকা ছিল দীর্ঘ সময়। এমন পিচে যেকোনো অধিনায়ক টস জিতলে বোলিং করতে চাইবেন। মাশরাফির টস ভাগ্যটা বরাবরই খারাপ। জস বাটলার তাই টস জিতে বোলিং নিতে দুবার ভাবলেন না। খেলা শুরুর পর ধুঁকতে থাকা বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখেই বোঝা গেল এই সিদ্ধান্তের যথার্থতা।
ইমরুল শুরু করেছিলেন ৪ দিয়ে। তবে তামিম কিছুতেই মাঝ ব্যাটে আনতে পারছিলেন না। ইমরুলও পরে ধুঁকলেন। রানের চাকা বাড়াতে গিয়ে ওউকসে তোলে মেরে ১১ রানেই ফিরে গেলেন। ৩১ বলে ১৪ রান করে তামিমের সংগ্রাম শেষ হল এরপরই। শুরুর ধাক্কা কাটিয়ে সামলানোর দায়িত্ব ছিল হার্ড হিটার সাব্বির ও মিস্টার কুল রিয়াদের। রিয়াদ তার কাজ করে গেলেও ২১ বলে ৩ রান করে স্বভাববিরুদ্ধ ইনিংস শেষ করেন সাব্বির। এরপরই কিছুটা অক্সিজেন পায় বাংলাদেশের ইনিংস। অনেকদিন পর মুশদিক-রিয়াদ জুটি বলের সাথে তাল মিলিয়ে রান তুলতে থাকলে ঘুরে দাঁড়ানোর পথ পায় বাংলাদেশ। তবে মুশদিক জেক বলকে অযতাই হাঁকাতে গিয়ে বড় ইনিংসের সম্ভাবনা কবর দেন। আগের ম্যাচের দারুণ ব্যাট করা সাকিবও বেশিক্ষণ টিকতে পারেননি। নবাগত মোসাদ্দেক সৈকতকে নিয়ে বাংলাদেশকে টেনে নিচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৭৫ রানের দারুণ দায়িত্বশীল এক ইনিংস খেলে আদিল রশিদের বলে লেগ বিফোরের ফাদে পড়েন তিনি। সৈকতও একই বোলারের বলে ২৬ রান করে ফিরে যান।
এরপরই নাসিরকে সাথে নিয়ে মিনি ঝড় তোলেন মাশরাফি। মূলত অধিনায়কের ঝড়েই ২৩৮ রান তুলতে পারে স্বাগতিকরা।
Leave a Reply