স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম (৪৫) কে গ্রেফতার পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পাচঁ টার দিকে স্থানীয় কলকলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বালিকান্দি গ্রামের বাসিন্দা প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিমের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এ.এস আই শাহ জামাল ও এ,এস আই আবুলের নেতৃত্বে একদল পুলিশ কলকলিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিলু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আমার নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
Leave a Reply