রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর শুনে শংকরপুর গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ঘটনা স্থলে রওনা দিয়ে পথিমধ্যে ইন্তেকাল করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাত প্রায় ২টার সময় আলিপুর গআমের শফিকুল হক চৌধুরীর বাড়িতে এক দল ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপশিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আলমীরার চাবি নিয়ে নগদ টাকা ও স্বার্নালংকারসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শফিকুল হক চৌধুরীর আত্বীয় শংকরপুর গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন রাত ৪টার সময় ঘটনা স্থল ওই বাড়িতে আসার জন্য রওনা হলে পথিমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
Leave a Reply