জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনাথীদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছরে বৃহত্তর সিলেটে বিনোদন কেন্দ্রগুলোর সংখ্যা বাড়তে থাকার কারণে কিছুটা পিছিয়ে পরেছিলো প্রকৃতিকন্যা জাফলং। হারিয়েছিল সিলেটে ঘুরতে আসা পর্যটকদের পছন্দের তালিকা থেকে। তবে এবারের ঈদে পুনরায় তার জৌলুস ফিরে পাচ্ছে সিলেটের প্রকৃতিকন্যা।
জাফলং জিরো পয়েন্টের কাছে আবিস্কার হওয়া নতুন দুটি ঝর্ণা ফাটা ছড়া ও সংগ্রামপুঞ্জির কারণের আবার জাফলং পর্যটক ফিরে পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তাছাড়া অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থার বেহাল অবস্থাও অধিকাংশ পর্যটকদের জাফলংমুখী করেছে।
প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটে বিনোদন কেন্দ্রের অভাব নেই। সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে সিলেটের মানুষের ভীড় ক্রমশই বাড়ছে।
দেশ-বিদেশের ভ্রমণপিয়াসীদের নজরকাড়া সোয়াম্প ফরেস্ট রাতারগুল, বিছানাকান্দি, পান্তুমাই, লালাখাল, লোভাছড়া, উতমাছড়াসহ অসংখ্য পর্যটন স্পটে শনিবার ভ্রমণপিয়াসীদের ভীড় চোখে পড়েছে। বিশেষ করে তরুণ বন্ধু-বান্ধবরা দলবেধে ছুটে যাচ্ছেন এসব পর্যটনকেন্দ্রে। পরিবার পরিজন নিয়েই এসব বিনোদন ক্ষেত্রে যাচ্ছেন সিলেটের অনেক মানুষ। এছাড়া সিলেট বিআগের বাইরের বিভিন্ন বিভাগের মানুষরাও ছুটি কাটাতে সিলেটে ভ্রমণ করছেন। ঈদের দিন রাতে অনকেই রওয়ানা দিয়ে শনিবার ভোরে সিলেট পৌঁছেছেন। তাদের কাছে বেশ জনপ্রিয় সিলেটের বিছনাকান্দি।
ঈদুল আযহার কারণে সিলেটের বাইরের পর্যটকদের আগমন কিছুটা ধীরে। সেই হিসেবে বুধবারের তুলনায় আগামী শুক্র ও শনিবার সিলেটে বাইরের পর্যটকদের আগমন আরোও বাড়বে বলে ধারণা করছেন সিলেটের হোটেল মালিকরা।
ইতিমধ্যে সিলেটের মাঝারিমানের হোটেলগুলোতে কোনো সিট খালি নেই বলে জানিয়েছে একটি সূত্র। তবে একটু উন্নমানের হোটেলগুলোতে কিছু কিছু হোটেলগুলোতে সিট খালি আছে। কবে রবিবার সেগুলোও বুকিং হয়ে যাবে। সিলেট দরগাহ এলাকার একাধিক হোটেল ব্যবসায়ীরা জানান, ঈদের মৌসুমে দরগাহে অবস্থিত হোটেলগুলোতে সিট খালি থাকে না। পর্যটকরা আগে থেকেই ফোনে বুকিং নিয়ে নেন।
Leave a Reply