দিরাই সংবাদদাতা- :: সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকা ডুবে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আব্দুর রহমান (৬০)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহমান উজান ধলগ্রামের পাশে কালনী নদী পার হয়ে হাওরে যেতে খেয়া নৌকায় ওঠেন। হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আব্দুর রহমান ডুবে মারা যান। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে।
দিরাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply