গোলাম সরোয়ার::তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত গৌরিপুর জমিদারের কাচারি বাড়ির পুকুরঘাটে বসে শরীরে শনির হাওরের বৈশাখি হাওয়া লাগাচ্ছি আর গল্প মেতে আছি কয়েকজন। ইতিমধ্যেই সন্ধ্যা পার হয়েছে। হঠাৎ করেই দৃষ্টি কাড়ল তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠের আগুন। এর মাঝ থেকেই মাইক্রোফোনে দলীয় পরিবেশনায় সুরেলা কন্ঠে ভেসে আসছে ‘পাম্প লাইট জ¦লেগো নয়া কইন্যার দেশে’ গানটি।কাছে গিয়ে জানা যায় ১১০ তম কাব স্কাউট বেসিক কোর্সের অংশ হিসাবে বুধবার রাতে মহাতাঁবু জলসা চলছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খোলা প্রাঙ্গনে। বিদ্যালয়টির খোলা প্রাঙ্গনের সামনে জেলার বৃহৎ শনির হাওরের ধান সোনালী রং ধারণ করেছে। ফলন ভালো হওয়ায় হাওরপাড়ের কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ভিন্ন আবহে গানের এই জলসা দেখতে গ্রামের নারী পুরুষ কৃষক ও ধান কাটা শ্রমিকরা ভিড় জমিয়েছেন। অনুষ্টানে প্রশিক্ষণরত তাহিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষক অংশ নিয়েছেন। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে নেচে গেয়ে জমিয়ে রাখছেন মহাতাঁবু জলসা অনুষ্টানটি। দেখতে আসা বহিরাগত দর্শকরা অনুষ্টানটি দেখে খুবই মজা পাচ্ছেন।
ক্যাম্প ফায়ারিং এর মাধ্যমে এই মহাতাঁবু জলসার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। এর আগে পূর্ব,পশ্চিম,উত্তর ও দক্ষিণ দিক থেকে মশাল জ¦ালিয়ে ক্যাম্প ফায়ারিং ্এসে নিজেদের আগমনি বার্তা ঘোষণা করেন প্রশিক্ষণার্থী আলা উদ্দিন, মোশাররফ, মাকছুম ও সানোয়ার হোসেন।
লাল, নীল, সবুজ , হলুদ ও গোলাপী নামে পাঁচটি ষষ্ঠকে আলাদা ভাবে জনপ্রিয় গানগুলো পরিবেশিত হচ্ছে। গানগুলো হচ্ছে- ‘পাম্প লাইট জ¦লেগো নয়া কইন্যার দেশে’, ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’, ‘তোমরা দেখোগো আসিয়া কমলায় নৃত্য করওইন চমকিয়া চমকিয়া’, ‘তোমরা কুঞ্জ সাঁজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে,’ ‘লাউয়ের আগা খাইলাম ডুগাগো খাইলাম’, ‘আমি এই মিনতি করিগো সোনাবন্ধু ভুইলও না আমারে,’ ‘তুমি বিনে আকুল পরান থাকতে চায়না ঘরেরে , সোনাবন্ধু ভুইলনা আমারেরে’, ‘তোমাকে দিয়ে মন বুঝেছি এখন, ভালবাসা কারে কয়’ ইত্যাদি। সর্বশেষ প্রধান অতিথি সহ সবার অংশগ্রহণে পরিবেশিত হয় ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।’
এর আগে একই স্থানে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট কমিশনার পুরান বারুংকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কোর্স লিডার সদর উপজেলার মল্লিকপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এল টি কানন বন্ধু রায়, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, উপজেলা স্কাউটের কোষাধক্ষ্য ও মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহুল আলম, উপজেলা কাব লিডার শেখর রায়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক ও উজান তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেশ রায়। সভাটি সঞ্চালনা করেন কোর্সের প্রশিক্ষক ও জামলাগঞ্জ উপজেলার বেহেলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু গোস্বামী।
সভায় বক্তারা বলেন, অনগ্রসর এই অঞ্চলের উন্নয়নের মুল দায়িত্বভার শিক্ষকদের কে নিতে হবে। কাব স্কাউট হিসাবে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের নানারকম দক্ষতা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বিদ্যালয়ে কাব দল গঠনের মধ্য দিয়ে এ দক্ষতা উপজেলা জুড়ে ছড়িয়ে দিতে হবে। শিশুদের কে আত্মবিশ^াসী, কর্মঠ, সামাজিক শিক্ষা, নৈতিকতা সর্বোপরি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নির্ধারিত প্রান্তিক যোগ্যতাগুলো অর্জনে সার্বিক সহায়তা করতে হবে।
বৃহস্পতিবার স্কাউট দীক্ষা, সদস্য ব্যাজ পরিধান ও কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
Leave a Reply