এনাম উদ্দিন::পাল্লাকেলে ৩য় দিনে ৬/২ ব্যাট করতে নেমে শ্রীলংকাকে একাই ঘুরে দাড়াঁতে সাহায্যে করলেন মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের ১ম সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে ১৯৬ রানের লিডে এখন ও অপরাজিত আছেন এই নতুন তারকা ব্যাটসম্যান। ৬ উইকেটে ২৮২ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
দিনের খেলা শেষে একটু জিরিয়ে নিয়েই টুইট করেছেন মেন্ডিস, ‘ছোটবেলার স্বপ্ন সত্যি হলো।’ পরিষ্কার করে অবশ্য বলেননি, স্বপ্নটা ঠিক কী ছিল। কীর্তি তো আর একটি নয়! ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটিও আবার রেকর্ড গড়ে। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। ১৯৯২ সালে কলম্বো টেস্টে ১৩৭ রানের ইনিংসে রেকর্ডটি ছিল অশঙ্কা গুরুসিনহার। কি জানি মেন্ডিস আজ ৪র্থ দিনে শ্রীলংকাকে কোথায় নিয়ে যান?
শ্রীলঙ্কা ৩য় দিন/২য় ইনিংস: ৮০ ওভারে ২৮২/৬(কুশল পেরেরা ৪, কৌশল ২৭, করুনারত্নে ০, মেন্ডিস ১৬৯*, ম্যাথিউস ৯, চান্দিমাল ৪২, ধনঞ্জয়া ৩৬, দিলরুয়ান ৫*; স্টার্ক ২/৪৪, হেইজেলউড ০/৪১, ও’কিফ ১/৪২, লায়ন ২/৯৮, ওয়ার্নার ০/১০, ভোজেস ০/৩, মার্শ ১/৩৩, স্মিথ ০/১)।
– Show quoted text –
Leave a Reply