1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
প্রাণের উৎসবে মেতেছে জগন্নাথপুরের মানুষ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

প্রাণের উৎসবে মেতেছে জগন্নাথপুরের মানুষ

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৮৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নতুন বছর ১৪২২ বঙ্গাব্দকে বরণ করে নিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথপুরের হাজার হাজার মানুষ মেতে উঠেছেন প্রাণের উচ্ছ্বাসে। নববর্ষকে বরণ করে নিতে রাজপথ থেকে শুরু করে জগন্নাথপুরের সর্বত্র অলি-গলিতে চলছে বিরামহীন উৎসব।
রাস্তা বেরুলেই চোখে পড়ছে লালপেড়ে সাদা শাড়ি আর নানা রঙের পাঞ্জাবি-ফতুয়া পরিহিত কিশোর কিশোরী ও নারী-পুরুষের ঢল। সেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ‘এসো হে বৈশাখ/ এসো এসো গানে ‘ গানে মুখরিত জগন্নাথপুরের জনপদ। সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও শহীদ মিনার এলাকায় ভীড় বাড়তে থাকে। পরে সবাইমিলে কোলাহল, হর্ষধ্বণি, গান ও ঢাকঢোল বাজিয়ে যোগদেন আনন্দযজ্ঞ মঙ্গল শোভাযাত্রায়। বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার সাদা পোশাকে মাথায় গামছা বেঁধে শোভাযাত্রায় যোগ দেয়। তাদের ব্যতিক্রমী আয়োজন মানুষের দৃষ্টিকাড়ে। এছাড়াও জগন্নাথপুর আটস্কুল,শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে শোভাযাত্রাকে প্রান্তবন্ত করে তুলে। শোভাযাত্রায় অংশ নেন জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবিরসহপ্রশাসনিক কমর্কতা জনপ্রতিনিধি রাজনীতিবীদ,সাংবাদিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।পরে শুরু হয় গানের আয়োজন। একের পর এক গান গেয়ে শহীদ মিনার চত্বরকে প্রাণবন্ত করে তুলেন স্থানীয় শিল্পীরা। অনুরূপভাবে বাসস্ট্যান্ডসহ উপজেলার শাহজালাল মহাদিবদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজে চলছে নানা আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com