1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
‘লিভ টুগেদার বিয়ে বলে গণ্য হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, খতিবসহ নিহত ৩ ছাতকে মিজান চৌধুরী-গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয় বছরজুড়ে রোজা রাখার সওয়াব লাভের উপায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা জগন্নাথপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে দলের প্রার্থী হিসেবে শাহীনুর পাশাকে সমর্থন জগন্নাথপুরে মুক্ত সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সন্তানের দ্বিনি শিক্ষা নিশ্চিত করা আবশ্যক জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার জগন্নাথপুরে অনুমতি ছাড়াই বাউলসন্ধ্যার আসর, পণ্ড করল প্রশাসন

‘লিভ টুগেদার বিয়ে বলে গণ্য হবে

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::
বিয়ে না করেও দীর্ঘ সময় ধরে কোনো নর-নারী স্বামী-স্ত্রীর ন্যায় বসবাস (লিভ টুগেদার) করলে তারা বিয়ে করেছেন বলে গণ্য হবেন এবং ওই নারী সেই পুরুষের সম্পদে অংশ পাবেন। উত্তরাধিকার বিরোধ সংক্রান্ত এক মামলার নিষ্পত্তি করতে গিয়ে এমন অভিমত দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর- টাইমস অব ইন্ডিয়া

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমওয়াই ইকবাল ও বিচারপতি অমিতাভ রায় সমন্বয়ে গঠিত বেঞ্চের জারি করা রুলে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তরাধিকার বিরোধের জেরে দায়ের করা ওই মামলার বাদীদের দাদীর মৃত্যুর পর তাদের দাদা আরেক নারীর সঙ্গে ২০ বছর একত্রে বসবাস করেন। দীর্ঘ সময় স্বামী-স্ত্রীর ন্যায় জীবনযাপন করলেও তিনি ওই নারীকে বিয়ে করেননি। তাই মামলার বাদীরা দাবি করেন, ওই নারী আসলে তাদের দাদার স্ত্রী নন বরং তার উপপত্নী। সেজন্য তিনি তার সম্পত্তিতে অংশ পাবেন না।

আর ওই নারী নিম্ন আদালতে তার বিয়ের কোনো প্রমাণ দেখাতে না পারায় তাকে সেই মৃত ব্যক্তির উত্তরাধীকারী হওয়া থেকে ‘বঞ্চিত’ করা হয়।

বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায়। বিস্তারিত শুনানি শেষে আদালত ওই নারীকে মৃত ব্যক্তির (মামলাকারীদের দাদার) বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন এবং তিনি তার সম্পত্তিতে অংশ পাবেন মর্শে নির্দেশনা দিয়ে রুল জারি করেন।

রুলে বিচারকদ্বয় বলেন, ‘যখন কোনো নারী-পুরুষ স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেছেন বলে প্রমাণিত হয় এবং এর বিপক্ষে কোনো প্রমাণ থাকে না তখন ধরে নেওয়া হবে যে, তারা বৈধ স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করেছেন।’

২০১০ সাল থেকেই ভারতের সুপ্রিম কোর্ট বিয়ে ছাড়া একত্রে বসবাস (লিভ টুগেদার) করা ‘দম্পতিদের’ পক্ষে রুল জারি করে আসছেন। রুলগুলোতে এসব দম্পতিদের স্বীকৃতির পাশাপাশি স্ত্রীদেরকে তাদের পুরুষ সঙ্গীর সম্পদে অধিকারও দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com