1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যের জনগণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:

গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যের জনগণ

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ২৬৪ Time View

জগন্নাথপুর ‍টুয়েন্টিফোর ডেস্ক:: গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যের জনগণ। এ নিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোট পড়েছে ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ শতাংশ ভোট পড়েছে ইইউতে থাকার পক্ষে।

শুক্রবার (২৪ জুন) ভোট গণনার শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রেক্সিট (ব্রিটিশ এক্সিট) এর পক্ষে পড়েছে ১ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার (৫২ শতাংশ) ভোট। অপর দিকে ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ভোটার।

ভোট গণনার শুরুতে ইইউতে থাকার পক্ষে-বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চললেও সময় যত গড়িয়েছে ব্রেক্সিট (ব্রিটিশ এক্সিট) এর পক্ষে পাল্লা হেলে পড়েছে তত বেশি।

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, সাউথ স্ট্যাটফোর্ডশায়ার, ল্যাংকাস্টার, নিউয়ার্ক অ্যান্ড শেরউড, সাউথ হল্যান্ড, প্লাইমাউথ, ব্ল্যাকবার্ন-ডারওয়েনে ইইউ ছাড়ার পক্ষে বেশি ভোট পড়েছে। ওয়েলসেও ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ইইউবিরোধীরা। এ খবর জানিয়েছে বিবিসি।

ইইউ জোটে আগ্রহীরা স্কটল্যান্ডে এগিয়ে থাকলেও সেখানে ভোট পড়ার হার বেশ কম ছিল বলে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত খুব কম ভোটে ইইউপন্থীরা জিততে পারে বলে আভাস দিচ্ছে সংবাদমাধ্যম।

ব্রিটেনের ইতিহাসে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি তৃতীয় দফা গণভোট। ঐতিহাসিক এই গণভোটে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ভোট দেন গ্রেট ব্রিটেনভুক্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের প্রায় সাড়ে ৪ কোটি ভোটার। ২৮টি দেশের ইইউ জোটে যোগ দিতে ১৯৭৫ সালে গণভোটে অংশ নেয় ব্রিটেনের মানুষ। একই ইস্যুতে ৪১ বছর পর বৃহস্পতিবারের এ গণভোট ছিল দ্বিতীয় দফা।

ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় ব্রিটেনের ৩৮২টি আঞ্চলিক কেন্দ্রে। পূর্ণাঙ্গ ফল ম্যানচেস্টার টাউন হল থেকে ঘোষণার কথা রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ২৫০টির গণনা শেষে ইইউ ছাড়ার পক্ষ এগিয়ে আছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে ব্রিটেনের গণভোটের ফলাফল পর্যবেক্ষণ করছে জোটের অন্য ২৭ দেশ। ভোটের এ ফলাফল নেতিবাচক হলে আগামী দিনে ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজবে। এতে জোটের অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইইউ বিশ্লেষকদের।

ইইউ ছাড়ার পক্ষে রায় আসছে ধরে ব্রিটেনের বিরোধী লেবার পার্টি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গণভোটের ফলাফল বিপক্ষে গেলে তা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় গেলেও সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়ে ডেভিড ক্যামেরুনকে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন দলের ৮৪ এমপি। এদের মধ্যে ইইউ ছাড়ার পক্ষের নেতা বরিস জনসন ও মাইকেল গোভও রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসায় প্রচারণা চালানো ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ ভোটের ট্রেন্ডিংকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়ে বলেন, ”আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com