আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:; সোমবার গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় বাঙ্গালী কমিউনিটি সেন্টারে। সংগঠনের সভাপতি ছুরাবুর রমানের সভাপতিতে এবং সাধারন সম্পাদক এডঃমীর গোলাম মোস্তফার পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ম্যানচেষ্টার এর কাউনসিলর ওহিদুর রহমান টিপু। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মসম্পাদক রুহুল আমিন, ম্যানচেষ্টার বাংলাদেশ হাউসের চ্যারমেন আবুল নাসের ওয়াহাব, ডি.এন কোরেশী, সাংগঠনিক সম্পাদক গাউছুল ইমাম চৌঃ সুজন সহ অন্যান নেত্রী বৃন্দ, ইফতার পূব আলোচনায় বক্তাগন দেশ ও জাতীর উন্নয়ন কামনা করেন আওয়মীলীগের নেত্রীতে দেশ এগিয়ে যাচ্ছো এবং আগামীতে জাতীর পিতার সোনার বাংলা গরতে সবাইকে অক্ষ বদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান করেন। উক্ত ইফতার মাহফিলে উস্থিত ছিলেন গউছ মিয়া, মাহমুদোর রহমান, কলামিষ্ট ফারুক যোশি, মামুন চৌঃ, শেকুল মিয়া, বসশর মিয়া, মুরতাহিন বিল্লাহ জুয়েল, ছামছু মিয়া, আমিনুল হক ওয়েছ, মনুহর আলী কামাল, টিটু মিয়া, সহ স্থানীয় নেত্রী বৃন্দ।
Leave a Reply