জগন্নাখপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ওয়াশিং মেশিন দিয়ে জামা কাপড় পরিস্কার করলেন; অতপর: শুকালেন। রয়েছে ইস্ত্রি করা এবং সেই কাপড় ভাঁজ করার ঝামেলা। এমন সময় মনে হয়, যদি একটি কিছু থাকত যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঁজ হয়ে বেড়িয়ে আসবে জানা-কাপড়গুলি৷
আপনার সেই স্বপ্ন এবার পূরণ হওয়া সম্ভব। এবার এক ক্লিকেই ভাঁজ হয়ে যাবে আপনার কাচা পোশাক৷ শুধু তাই নয় হয়ে যাবে ইস্ত্রিও৷ আর এই সকল কাজ করবে রোবট ‘ফোল্ডি ফ্রেন্ড’৷ এই অত্যাধুনিক রোবটটির নির্মাতারা জানিয়েছেন যে,তাদের আশা এই ফোল্ডিং মেশিনটি খুব তাড়াতাড়ি সকলের মন জয় করে নিতে পারবে৷
৩২ ইঞ্চি লম্বা, ২৮ ইঞ্চি চওড়া ও ওজনে ৬৫ পাউন্ডের এই লন্ড্রি মেশিনটিকে বাড়ির যেকোনও স্থানে রাখা যাবে এবং প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা৷
এছাড়াও ফোল্ডি ফ্রেন্ডে থাকছে বিশেষ কিছু সুইচ৷ যা নিজে থেকেই বুঝে যাবে কেমন পোশাক আপনি ফোল্ড করতে দিচ্ছেন৷ তার ফেব্রিকের টাইপ কেন, পোশাকটি ফুল স্লিভ নাকি হাফ স্লিভ ইত্যাদী৷ ২০১৭ সালের মধ্যেই নির্মাতা সংস্থা মেশিনটি বাজারে নিয়ে আসতে চলেছেন বলে জানিয়েছে৷সূত্র কালের কন্ঠ
Leave a Reply