1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মহিলা কলেজের ছাত্রী হোস্টেল থেকে জগন্নাথপুরের শিক্ষার্থীর লাশ উদ্ধার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমানতের খেয়ানত মারাত্মক অপরাধ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে  সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন শাওয়ালের ছয় রোজার বিশেষ গুরুত্ব জগন্নাথপুর ইয়াং স্টারের ঈদ পুর্ণমীলনী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত পশ্চিম ভবানীপুর লতিফিয়া সমাজকল্যাণ যুব সংঘের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সদস্যদের সংবর্ধনা ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু উগ্রপন্থা-চরমপন্থার সুযোগ কাউকে দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

মহিলা কলেজের ছাত্রী হোস্টেল থেকে জগন্নাথপুরের শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০১৬

সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সিলেট মহিলা কলেজের ছাত্রী হোস্টেল থেকে সুভি বেগম (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১১টায় লাশ উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ। সুভি শ্রীধরপাশা গ্রামের মো. বশর আলীর মেয়ে।

কলেজ হোস্টেল সুপার সহযোগী অধ্যাপক জামালুর রহমান জানান- ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুভি বেগম প্রায় ১ বছর আগে কলেজের পুরাতন হোস্টেলে ওঠে। সে আরো ৪/৫ জন সহপাঠীর সাথে হোস্টেলের ২১০নং রুমে থাকতো। রোজার শুরু থেকে অন্য ছাত্রীরা বাড়িতে চলে যাওয়ায় সুভি ক’দিন ধরে সে রুমে একা থাকতো।

ইফতারের আগে হোস্টেলের ছাত্রী ফারজানা ও তাহমিনা ২১০নং রুমে সামনে গিয়ে সুভিকে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। রাত ৮টার দিকে পাশের রুমের অন্যান্য ছাত্রীসহ ফারজানা ও তাহমিনা আবার সুভিকে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানায়।

পরে হোস্টেল সুপার জামালুর রহমানসহ শিক্ষার্থীরা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় সুভির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বিষয়টি সিলেট কোতোয়ালি থানাকে অবগত করলে পুলিশ সেখানে যায়।পরে লাশ উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে সুভির মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছলে আত্বীয় স্বজনরা ছুটে যান সিলেট শহরে। কলেজ ছাত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com