এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,-“জনকল্যাণ ট্রাষ্ট হবিবপুর, ইউকে”-একটি Trade Marked, Charity Registered সংগঠন। ইহার Trade Mark No : UK00003128714, Ges Charity No : 1167295 ।
জনকল্যাণ ট্রাষ্ট হবিবপুর, ইউকে,- এর পক্ষে আমরা বিবৃতকিারী গন “জনকল্যাণ টাষ্ট হবিবপর, ইউকে”- এই নাম ব্যবহার করে যেকোন প্রকার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে, ট্রাষ্টের সংবিধান মোতাবেক ট্রাষ্টের যেকোন কার্যক্রম পরিচালিত ও বাস্তবায়িত হওয়ার একমাত্র অনমোদিত মাধ্যম হলো ট্রাষ্টের দায়িত্বশীল কার্যকরী পরিষদ। কার্যকরী পরিষদের অনুমোদন ব্যতি রেখে ট্রাষ্টের নামে অন্য যে কারও কতৃক পরিচালিত বিভ্রান্তিমুলক যেকোন কার্যক্রম সমন্ধে সচেতন থাকতে সকলের প্রতি অনুরোধ করছি। বিবৃতিদাতারা হলেন, সভাপতি মোঃ আলী আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক শিপন, ও কোষাধ্যক্ষ মোঃ আকিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply