আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের যেকোন ধরনের সমস্যা সমাধানে খুবই আন্তরিক।
তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত অর্থেই দেশে রিজার্ভ ফান্ড দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
তিনি গত ২৩ মে সোমবার পূর্ব লন্ডনের অট্রিয়াম সেন্টারে তার সম্মানে ‘জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট’র উদ্যোগে আয়োজিত প্রীতিভোজ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন। এসময় তিনি ‘জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট’র মাধ্যমে এলাকায় শিক্ষার উন্নয়নে বিশেষ ভ’মিকা রাখায় সংগঠনের সকল ট্রাষ্টিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের স্থায়ী ভবন নির্মানে সরকারীভাবে সহযোগিতার প্রতিশ্রুতিদেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া। সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টি বাছির কয়েছ।
সভায় ট্রাষ্ট ও এলাকার উন্নয়নে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, ট্রাস্টি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, আব্দুল আলী রউফ, এস আই আজাদ আলী, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, মুজিবুর রহমান, আব্দুল হালিম, কাজী খালেদ, আনোয়ার আলী, সয়ফুল আলম বাবু, আবদাল মিয়া, ইলিয়াস মিয়া, এলাইস মিয়া মতিন, তাহের কামালী, আব্দুল নূর, আঙ্গুর আলী, বাদশা মিয়া, একলাছুর রহমান, আশিক চৌধুরী, আব্দুস শহীদ, আব্দুল হক জমির, হাজী ইউনুছ আলী, ফারুক মিয়া,সহ অনেকে।
সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান তার নির্বাচনী দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুরে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে জানান। তিনি বলেন, আগামী অর্থ বছরে তার নিজ এলাকার উন্নয়নে ২শত ৮০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। তিনি প্রবাসীদের দেশে গিয়ে আরো বেশি করে বিনিয়োগের আহবান জানান।অনুষ্ঠানে মরহুম ট্রাস্টি গয়াস মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply