স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের পক্ষে নৌকা প্রতীকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার। প্রচারনায় ইউনিয়নের নারী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
সোমবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে নিয়ে কলকলিয়া ইউনিয়নের ৪ টি গ্রামে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করেন তিনি।
অ্যাড. শামীমা শাহরিয়ার প্রথমে মজিদপুর পয়েন্টে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নারী ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন। পরে ইউনিয়নের গোড়ারগাঁও, খাসিলা ও কালিটেকি গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। উঠান বৈঠক শেষে বিকালে কলকলিয়া বাজারে আওয়ামী লীগের জনসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি।
মজিদপুর কমিউনিটি সেন্টারে গ্রামের প্রবীণ নারী নেয়া বেগমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি আব্দুল গফুর, বাদশা মিয়া, সিরাজ মিয়া, কামাল হোসেন, তাজুদ মিয়া, মাহি মিয়া, নারী নেত্রী রুবি রানী দে, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন প্রমুখ।
খাসিলা গ্রামে যুবলীগ নেতা শিপন মিয়ার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা শিপন মিয়া, স্থানীয় বাসিন্দা এমরানুল হক, এরশাদ আলী, নূর ইসলাম, সফর আলী।
গোড়ারগাঁও গ্রামের দিপক দাসের বাড়িতে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, উপজেলা যুবলীগ সহ-সভাপতি বিভাস দে, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা সমর দাস, যুবলীগ নেতা দিপক দাস, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন সোহেল হাসান, রুমন আহমদ প্রমুখ।
কালিটেকি গ্রামের রাধেশ দেবনাথের বাড়িতে মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্যের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাধেশ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসানাত, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি বিভাষ দে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এনামুল হোসেন, শাহ আলম, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক মিয়া, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা কাজল বণিক, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন, রাজ শেখর বৈদ্য প্রমুখ। পরে কালিটেকি গ্রামের প্রফেসর বিজিত বৈদ্যর বাড়িসহ আশপাশ বাড়িতে নৌকার পক্ষে ভোট চান। এসময় জেলা ছাত্রলীগ নেতা দিপঙ্কর কান্তি দেসহ ছাত্রলীগ যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শামীমা শাহরিয়ার উপস্থিত সবাইকে কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের পক্ষে নৌকা প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে দ্বীপক কান্তি দে দিপালের পাশে থেকে কাজ করার অনুরোধ করেন।
Leave a Reply