বর্তমানে স্মার্টফোন খুবই দ্রুত সবার হাতে ছড়িয়ে পড়ছে। সাথে থেমে নেই নতুন প্রযুক্তির পথচলা। এখন প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোনেই “ওটিজি” বা পেনড্রাইভ সাপোর্ট করে। তবে সমস্যা হচ্ছে একই সাথে মোবাইল ও কম্পিউটার চালানোর জন্য কোন পেনড্রাইভ’ই বাজারে ছিল না। আর সেই সমস্যা থেকে উত্তলনের জন্য “SanDisk” কর্তিপক্ষ বাজারে ছেড়েছে ডুয়াল পেনড্রাইভ যা একই একই সাথে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সাপোর্ট করবে। নতুন এই পেনড্রাইভ ইউএসবি ৩.১ পোর্ট সাপোর্ট করে। চিন্তা নেই কারন এটি একই সাথে আগের ইউএসবি পোর্টেও কাজ করবে। আপনারা হয়তো জানেন কিছু দিন নতুন “ইউএসবি ৩.১” আবিষ্কার হয়েছে, যা আগের যেকোনো ইউএসবি পোর্ট থেকে অতি দ্রুত কাজ করতে সক্ষম।বাজারে এটি পাওয়া যাবে ৩২জিবি ও ৬৪জিবি সাইজের। পেনড্রাইভটি সর্বচ্চ ১৫০এমবিপিএস গতিতে ডাটা ট্রান্সফার করতে পারবে।
Leave a Reply