স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়ত রানীগঞ্জ ইউনিয়নে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে সকল প্রকার দ্বিধাদ্বন্ধ পরিহার করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ও এলাকার অনগ্রসরতা দুর করতে আওয়ামীলীগ প্রার্থীর বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে গ্রামগঞ্জের মানুষের উন্নয়ন হয়। তাই গ্রামীন জনপথের উন্নয়নে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে শনিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে রানীগঞ্জ বাজারে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবীদ নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, সদস্য আনফর উল্যাহ, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের মজনু, আওয়ামীলীগ নেতা মন্তাজ মিয়া মাষ্টার, আব্দুল কাদের মেম্বার, জালাল উদ্দিন,আব্দুস সালাম, হাজী সামছু মিয়া, আলতাবুর রহমান, মন্ততোষ দে মলয়, সিলেট জেলা যুবলীগ নেতা দুলন মিয়াসাবেক যুবলীগ নেতা শাহীন তালুকদার, মনু দাস,উপজেলা যুবলীগ সহ-সভাপতি সালেহ আহমদ,সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা রমজান আলী ছানা,ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোতাহির আলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহিদুল ইসলাম রানা বলেন, ঐতিহ্যবাহী রানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করতে আমি আমার সর্ব্বাত্বক প্রচেষ্ঠা অব্যাহত রাখব। উপজেলা ও ইউনিয়নের নের্তৃবৃন্দের সমন্ধয়ে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। উন্নয়নের প্রশ্নে কোন আঞ্চলিকতা ও সাম্প্রদায়িকতাতে প্রশয় দেয়া হবে না।
Leave a Reply