1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাজ্যে বাসের গায়ে আল্লাহর প্রশংসা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

যুক্তরাজ্যে বাসের গায়ে আল্লাহর প্রশংসা

  • Update Time : বুধবার, ১১ মে, ২০১৬
  • ৩০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র রমজানে লন্ডনের রাজপথে বাসের গায়ে শোভা পাবে মহান আল্লাহর প্রশংসা। শুধু লন্ডন নয় বার্মিংহাম, ম্যানচেস্টার, লেস্টার ও ব্রাডফোর্ডের রাস্তায় এ মাসের শেষের দিকে বাসের গায়ে ইংরেজিতে ‘সুবহান আল্লাহ’ লেখা পোস্টার দেখা যাবে। ইসলামি রিলিফ নামের একটি মুসলিম দাতব্য সংস্থা বাসের গায়ে এমন বিজ্ঞাপন প্রচার করছে। তাদের উদ্দেশ্য সিরিয়া যুদ্ধের শিকার মানুষদের সহায়তা করা। এর মাধ্যমে তারা মুসলিম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। বৃটেনে সবচেয়ে বৃহৎ মুসলিম দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ। এর পক্ষ থেকে বলা হয়েছে, বাসের গায়ে আল্লাহর প্রশংসাসুচক এমন বাণীর ফলে ইসলামের ভাবমূর্তি বাড়বে। আন্তর্জাতিক সহায়তাকারীরা এগিয়ে আসবেন। এতে ইসলাম ধর্মের বড় উৎসব রমজানে দানকে উদ্বুদ্ধ করবে। মানবিক কাজে সহায়তা দিতে তরুণ মুসলিমদের উৎসাহিত হবেন এ প্রচারণায়। ইসলামিক রিলিফের যুক্তরাজ্যের পরিচালক ইমরান মাদেন বলেন, একভাবে বলা যায়, এই প্রচারণার ফলে আন্তর্জাতিক দাতা ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে নেতিবাচক অবস্থা বিরাজ করছে তা পরিবর্তনে সহায়ক হবে এই প্রচারণা। তিনি বলেন, গত ১৫ বছরে চরম দারিদ্র্যে বসবাস করা অর্ধেস মানুষকে সাহায্য করেছে আন্তর্জাতিক সহায়তা। বৃটিশ মুসলিমরার উদার মনের। তারা রমজানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে ১০ কোটি পাউন্ড দিয়ে থাকেন। সেই অর্থের কিছুটা সিরিয়ার নির্যাতিত মানুষের জন্য সংগ্রহ করবে ইসলামিক রিলিফ। উল্লেখ্য, ইসলামিক রিলিফ এই উদ্যোগ নিয়েছে এমন এক সময়ে যখন লন্ডনে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। বৃটেনে বসবাসকারী ৩০ লাখ মুসলিমের মধ্যে প্রায় অর্ধেকের বসবাস লন্ডনে। সেখানে শহরের ভিতর চলাচলকারী বাসগুলোতে বিজ্ঞাপন প্রচারের বিষয়টি দেখাশোনা করে ট্রান্সপোর্ট ফর লন্ডন। তারা বাসের গায়ে রাজনৈতিক দলের বা প্রচারণার কোন পোস্টার অনুমোদন করে না।
0

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com