স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন ঘটেছে। জগন্নাথপুরের শিক্ষা উন্নয়নে উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান্নোনয়ে মা সমাবেশ, শিক্ষক,অভিভাবক সমাবেশসহ নানামুলক ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। শিক্ষার পরিবেশ বাস্তবায়নে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত শিক্ষা খাতের উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুয়ায়ুন কবীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, অধ্যক্ষ ছমির উদ্দিন, সৈয়দ রেদুওয়ান আহমদ, মইনুল ইসলাম পারভেজ, অলিউর রহমান ঠাকুর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক এ,কে,এম বদরুজ্জামান, সাব্বির আহমদ, আমীর হামজা, মহানন্দ সরকার, আব্দুল মালেক, আব্দুল খালেক, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,তাপসী রানী সরকার,ইউআরসি কর্মকর্তা হারুনুর রশীদ, এনজিও প্রতিনিধি লায়লা বেগম,বদিউল আলম,ইউপি সদস্য আহমদ আলী প্রমুখ।
Leave a Reply