1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৈশাখ আসার আগেই জগন্নাথপুর কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

বৈশাখ আসার আগেই জগন্নাথপুর কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৪৭৩ Time View

আজিজুর রহমান আজিজ- ::জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের দুই শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্থ হয়। শতাধিক গাছপালা উপড়ে পড়ে। ঝড়ো হাওয়ার পর থেকে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী সূত্র জানায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুঞ্জি মাঝপাড়া, রৌয়ারকান্দি, বেতাউকা, দাসনোওয়াগাঁও এলাকায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পুঞ্জি গ্রামের ফিরোজ মিয়া জানান, কাল বৈশাখী ঝড়ে আমার ঘরটি সম্পুর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। এখন আমি ছেলে মেয়ে নিয়ে অন্যর বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্ঠা করছি। একই এলাকার ইনারা বেগম বলেন, আমার ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়াও আমাদের এলাকার প্রায় শতাধিক কাঁচাঘর বাড়ি ভেঙ্গে গেছে।
রৌয়ারকান্দি এলাকার তেরা বেগম বলেন, দিনমজুরীর কাজ করে কোন রকম বেঁচে আছি। এরমধ্যে ঝড়ো হাওয়ায় বসত ঘর পড়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছি।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ বলেন, কাল বৈশাখী ঝড়ে ইউনিয়নের দুই শতাধিক কাঁচাঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বোরো ফসলেরও ক্ষতি হয়েছে। এদিকে কালবৈশাখী ঝড়ে জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের মুল লাইনে গাছপড়ে বিদ্যুতের তার ও খুঁটি পড়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী জিন্নাত আলী জানান, বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কালবৈশখী ঝড়ে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর পেয়েছি। আমরা ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শুরু করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com