আমিনুল হক ওয়েছে, যুক্তরাজ্য থেকে :: দীর্ঘ এক মাস বাংলাদেশে সফর শেষে শুক্রবার হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। তিনি বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ বিকাল ৪ টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতা কর্মী তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম , যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খাঁন , আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাব আলী, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ সহ অন্যান্যরা।
বিমান বন্দরে নেতা কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় সুলতান শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে । দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা ক্ষেত্রে দেশ আজ অনেকদূর এগিয়েছে।
বিদ্যুতের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। বাংলাদেশের মানুষের মাথা পিছূ আয় আজ বেড়েছে। আর এ সব কিছু সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি সরকারের সাফল্য গুলো প্রবাসীদের কাছে তুলে ধরতে নেতা কর্মীদের নির্দেশ দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সকল নেতা কর্মীদের বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply