স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলায় প্রাক্তন ফুটবলারদের সমন্বয়ে ‘সাবেক ফুটবল খেলোয়ার কল্যান সংঘ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন ফুটবলার আবু হুরায়রা ছাদ মাষ্টারকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যো সদস্যরা হলেন, শাবউদ্দিন, আব্দুর নুর, মবশ্বির আলী, আবরুছ মিয়া, আবু ছুফিয়ান ঝুনু ও সৈয়দ ছাব্বির আহমদ। এ উপলক্ষে শনিবার সাবেক ফুটবলার আবু ছুফিয়ান ঝুনুর সভাপতিত্বে অস্থানীয় কার্য্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক ফুটবলার আবু হুরায়রা ছাদ মাষ্টার, মবশ্বির আলী, সৈয়দ ছাব্বির কদরিছ আলী, আবরুছ মিয়া, সালাউদ্দিন আহমদ, জাহির উদ্দিন, মাহমুবুর রহমান, সোহেল আহমদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আবু হুরায়রা ছাদ মাষ্টারকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সাবেক ফুটবল খেলোয়ার কল্যান সংঘ’ নামে একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিন্ধান্ত হয়।
Leave a Reply