নিজেদের ইচ্ছেমতো পণ্যের গায়ে দাম বসিয়ে ক্রেতাদের নিকট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকা। এমন অভিযোগে সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলার পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন গার্মেন্টস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় জগন্নাথপুর বাজারে। অভিযানকালে যেসব জায়গা থেকে মালামাল করা করা হয়েছে সেসব গার্মেন্টসের ট্যাপ ব্যবহার না করে নিজের ইচ্ছেমতো পন্যের গায়ে দাম বসিয়ে অতিরিক্ত মুল্যে জামা কাপড় বিক্রি করায়
ডিলফিন ফ্যাশন ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মালামালে মূল্যের ট্যাগ না বসিয়ে নিজের মনগড়া মতো চরা দামে বিক্রি করায় আসল ঝলক ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয।
অপরদিকে ক্রয় রশিদ না থাকার কারণে ব্যান্ডশপ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতারণার মাধ্যমে অধিক মুনাফা হাতিয়ে নেয়া হচ্ছিল। বাজার পরিস্তিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#