স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করেছেন হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেন। হাওর পরিদর্শনে ছিলেন হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, নির্বাহী সদস্য সাংবাদিক আলী আহমেদ, অরূপ সরকার, সমাজকর্মী নিজাম উদ্দিন, কৃষক নান্টু দাস প্রমুখ
হাওর পরিদর্শনকালে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ স্হানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ফসল রক্ষা বেড়িবাঁধের নানা সমস্যার কথা শুনেন। এসময় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শতভাগ কাজ শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মান বাড়ানোর তাগিদ দেওয়া হয়
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির বলেন, নলুয়ার হাওরের ধান দিয়ে সারাদেশের মানুষের তিন দিনের খাবার জোগাড় হয়।তাই এ ফসল রক্ষায় কোন ধরনের গাফলতি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ফসল রক্ষা বেড়িবাঁধের মাটির কাজ শেষ করায় পিআইসি কমিটি কে আমরা সাধুবাদ জানাই।
পাশাপাশি অনেক প্রকল্পের কাজের মান সন্তোষজনক
না থাকায় এসব বাঁধের কাজের মান বাড়াতে পাউবোর দায়িত্বশীল ও ফসল রক্ষা বেড়িবাঁধ তদারক উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ত্রুটিবিচ্যুতি আমরা লিখিতভাবে উপজেলা কমিটি কে জানাব।