জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিদ্যুতের খুঁটি বসানো এবং মিটার লাগাতে অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা নেয়া এবং আরও একজনের কাছে ১৭ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার রাত সাড়ে ৮টায় ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে চাঁদাবাজ মামুন চৌধুরী ও ফজলুর রহমান কে আটক করেন। আটককৃত মামুন চৌধুরী টাঙ্গাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর ছেলে এবং ফজলুর রহমান একই জেলার কালিহাতি উপজেলার গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার ছেলে। এরা দুইজনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে একটি বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে।
জানা যায়, ছাতক উপজেলার দৌকাপুর-দেওকাপন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিদুল হক ও মৃত আব্দুল লতিফের ছেলে নজরুল ইসলাম ছাতক সেনা ক্যাম্পে প্রতারণা ও চাঁদাবাজি করে টাকা হাতিয়ে নেয়ার একটি অভিযোগ দেন। যার প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে সেনাবাহিনী ছাতক থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাত ১০টায় ছাতক থানার এস আই আখতারুজ্জামান ক্যাম্প থেকে আটককৃতদের থানায় নিয়ে যান।
ওসি মো মোখলেসুর রহমান আকন্দ জানান, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।