স্টাফ রির্পোটার : জগন্নাথপুরে এক লন্ডন প্রবাসির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির পারাহারাদারকে বেঁধে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্নালকাংরসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। রোববার গভীর রাতে উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান,ওই গ্রামের লন্ডন প্রবাসি আলাউদ্দিন মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির পাহারাদারকে বেঁধে একটি ঘরে তালাবদ্ধ করে বাসার কলাবসিবল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
লন্ডনপ্রবাসি আলাউদ্দিন মিয়ার আত্মীয় জুবেদ আলী লখন জানান, ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৩ ভর্রি স্বর্নালংকার, ১টি র্স্মাট টেলিভিশন, ৫টি মুঠোফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, সোমবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply