মুমিনের জন্য সব সময় মিথ্যা পরিহার করে চলা উচিত। বিশেষত রোজা রেখে মিথ্যা কথা বলা কোনোভাবেই সমীচীন নয়। কারণ মিথ্যুকের রোজার প্রতিদান কেবল উপবাস থাকার মধ্যে সীমাবদ্ধ। মহান আল্লার কাছে এর কোনো মূল্য নেই।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ بِأَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ”
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও তা অনুসারে কাজ করা ছাড়েনি, তার পানাহার ছেড়ে দেওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (তিরমিজি, হাদিস : ৭০৭)
সৌজন্যে কালের কণ্ঠ