প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাখার ইয়াং স্টার এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি সিলেট ইয়াং স্টার এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের যৌথ স্বাক্ষরিত জগন্নাথপুর ইয়াং স্টার এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
আজ বুধবার ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক এমদাদ তালুকদার বলেন, জগন্নাথপুরে ইয়াং স্টারের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় গরীব দুঃখিদের পাশে রয়েছে। আশা করছি; নবগঠিত এ কমিটির মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে জগন্নাথপুর ইয়াং স্টার আরো বেশি অগ্রসর হবে।
নবগঠিত জগন্নাথপুর ইয়াং স্টার কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন রশীদ মামুন ও সাধারণ সম্পাদক হয়েছেন রুহুল আমীন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি সাংবাদিক জুয়েল আহমদ, কামাল মিয়া, শাহ জাহান সিদ্দিকী, তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, শিবলী সাদিক, আলী আকবর, সাংগঠনিক সম্পাদক ইকতার হোসেন, আকমল হোসাইন, জাবির আহমেদ চৌধুরী, মুজিবুর রহমান খোকন, মেহেদী হাসান তানভীর, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক সোলেমান আহমান নাঈম, কোষাধক্ষ জাকারিয়া আহমেদ, প্রচার সম্পাদক এইচ আহমেদ নাঈম, সহ প্রচার সম্পাদক রুহান মিয়া, ব্লাড বিষয়ক সম্পাদক ইসমাঈল আলী মিজু, সহ ব্লাড বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমন মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহমিদ আহমেদ, সমাজ সেবা সম্পাদক আফাজ্জুল হোসেন, সদস্য মেহেদী হাসান ফাহিম, আমিনুল ইসলাম, জাকির হোসেন, সাদিকুর রহমান, রেদুয়ান হোসেন, নুর মোহাম্মদ, তাহের আল আমিন।
আগামী দুই বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটি অনুমোদন দেওয়া হয়।