1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ/ আহত ৫০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ/ আহত ৫০

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলের আঘাতে লোকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এলাকাবাসী জানান, গত সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ জন আহত হন।

উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com