জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে ৩ মামলায় সিলেট আদালতে তোলা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাকে তিন মামলায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তার পক্ষ থেকে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছাত্র—জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে। এছাড়া গোয়াইনঘাটের একটি হত্যা মামলাসহ দুটি মামলায় আজ পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বুধবার সকালে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে আনা হয়। পুলিশের বেষ্টনীর পিছন থেকে বেশ কয়েকজন মানুষ তাকে কটূক্তি করেন। তবে পুলিশি নিরাপত্তার কারণে তারা সাবেক এই মন্ত্রীর কাছে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেননি।
সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট—৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করে তৎকালীন আওয়ামী সরকার। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ অনেক মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।