জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে ১ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার সকালে জামালগঞ্জ-সুনামগঞ্জ জাল্লাবাজ নামক স্থানে সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান (২০)। গুরুতর আহত তুলাই মিয়া (৫৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, বুধবার সকালে ইজিবাইকে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সড়ক ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথে জাল্লাবাজ ভাঙ্গা সড়কে অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনাস্থলে শাহীনূর মারা যায়।
জামালগঞ্জ থানার দায়িতপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) পংকজ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রির্পোট শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।