স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ১ম ধাপে রসুলগঞ্জ বাজারে ও দ্বিতীয় ধাপে হামিদপুর গ্রামের আরশ আলীর বাড়িতে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলীম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ মূলক রাষ্ট্র নির্মাণের পাশাপাশি আর্ত-মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে। তিনি এলাকার প্রভাবশালীরা আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসতে আহবান জানান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট মহানগর জামায়াতের রুকন সদস্য হাসান চৌধুরী, পাটলী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কয়েস মামুন, হাজী সুন্দর আলী, জামায়াত নেতা আরশ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।