প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাকএ বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নি মাইগ্রেন্টস’ প্রত্যাশা- ২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পটগান এর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঠলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগুর মিয়া। এসময় ব্র্যাক মাইগ্রেশনের জগন্নাথপুর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী, জগন্নাথপুর প্রবাসবন্ধু ফোরামে সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে
উপস্থিত ছিলেন। শেষে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন আব্দুল মুবিন ও তারেক হোসেন।