1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছের ডালে ঝুলে ছিল যুবকের মরদেহ জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ওয়ালটনের বর্ষসেরা পুরস্কার পেল জগন্নাথপুরের পপুলার ইলেকট্রনিক্স জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে কবরের যে বিষয়কে সাহাবিরা বেশি ভয় করতেন জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে: প্রধান উপদেষ্টা ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজায় যুদ্ধবিরতির উদ্‌যাপনের মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ৩

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২৩ সালের ২২ মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক সাই বর্ষীথ কান্দুলা (২০)। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন।
মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী কান্দুলা গ্রিন কার্ডধারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত তাকে কারাদণ্ডের মুখোমুখি করল। তবে স্থানীয় আদালতের বিচারক ড্যাবনি এল ফ্রিডরিচ কান্দুলার শাস্তি কিছুটা সহজ করেছেন। কারাদণ্ডের শাস্তি ভোগের এক পর্যায়ে তাকে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রেখে তিন বছরের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
আদালতের নথি অনুসারে, ভারতীয় নাগরিক কান্দুলা ২০২৩ সালের ২২ মে বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে মিসৌরির সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি একটি ট্রাক ভাড়া করেন হামলার উদ্দেশ্যে রওনা দেন।

কান্দুলা পথে খাবার ও গ্যাসের জন্য থামেন। সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়ে। তাতে স্পষ্ট যে, তিনি স্বেচ্ছায় পরিকল্পনা মতো ওয়াশিংটন ডিসির দিকে গাড়ি চালিয়ে যান এবং রাত ৯:৩৫ মিনিটে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট পার্কের ব্যারিকেডে ধাক্কা দেন। কান্দুলার উদ্দেশ্য ছিল ব্যারিকেড ভেঙে প্রাসাদে ঢুকে পড়া। তিনি সেটি ব্যর্থ হয়ে ফুটপাতে গাড়ি তুলে দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

কান্দুলা না থেমে চেষ্টা চালিয়ে যান। তিনি কয়েক বার ব্যারিকেডে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেন। কিন্তু সুরক্ষিত ব্যারিকেড হওয়ায় তিনি বরাবরই ব্যর্থ হন। এদিকে ধাক্কা লেগে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে থাকে। ট্যাংকার ফেটে তেলও ছড়িয়ে পড়ে।

অবস্থা বেগতিক দেখে কান্দুলা গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে চলে যান। ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্ন খচিত একটি পতাকা বের করে উড়াতে থাকেন। এ সময় ইউএস পার্ক পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলে। তারা কান্দুলাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দুলা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে পড়ত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com