স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার মির্জাবাড়ীর বাসিন্দা মির্জা আবুল কালাম (৭৫) ইন্তেকাল করেছেন॥ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নিজবাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন॥
তিনি দীর্ঘকাল ধরে ইকড়ছই জামে মসজিদের ইমামের দায়িত্বপালন করে আসছিলেন॥
মির্জা আবুল কালাম দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আসর মির্জাবাড়ীতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।