স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরএলাকার হবিবপুরের
মাদীনাতুল খায়রী আল ইসলামীর কনফারেন্স রুমে উপজেলা খেলাফত মজলিস সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য
হযরত মাওলানা ইমাম ফরিদ আহমদ খান॥ বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখাক, কলামিস্ট মাওলানা রুহুল আমীন সাদী(সাইমুম সাদী॥ অন্যদের মধ্যে
বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা নূরউদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ সাহিদ আহমদ,জেলা কমিটির সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সেক্রেটারি হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম, শান্তিগন্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী জমিরুল ইসলাম মমতাজ,সেক্রেটারি মাওলানা আজির উদ্দীন
জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মুফতি আকমল হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিষ্ট হাসিনার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমাদের কে নতুন বাংলাদেশে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে।
আল্লাহর জমিনে খেলাফত কায়েমের জন্য দৃঢ় মনোবল ও দাওয়াতি মিশন কে কাজে লাগিয়ে জগন্নাথপুর -শান্তিগন্জ উপজেলাসহ সুনামগঞ্জ জেলাকে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি দুর্গে রুপান্তরিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।